
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের নান্দাইলে গাজীপুর
মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্ঠা ও নবঘোষিত গাজীপুর মহানগর আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্য আলহাজ¦ জালাল উদ্দিন মাস্টারকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠী ও এলাকাবাসীর আয়োজনে শুক্রবার বিকালে উপজেলার খারুয়া ইউনিয়নের রাজবাড়িয়া বাজার ও বনগ্রাম চৌরাস্তা বাজারে আনুষ্ঠানিকভাবে এ সংবর্ধনা প্রদান করা হয়। সাংবাদিক রফিকুল ইসলাম মোড়লের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন নবঘোষিত গাজীপুর মহানগর আওয়ামীলীগের সদস্য, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তি আলহাজ¦ জালাল উদ্দিন মাস্টার। প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধুর আর্দশকে বুকে লালন করে দেশ ও জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছি। বঙ্গন্ধুর স্মরণে আমার নিজস্ব অর্থায়নে নান্দাইলের অসহায় মানুষকে ইতিমধ্যে ৫৫টি ঘর নির্মাণ সহ দীর্ঘদিন যাবত গরীব-দু:খী মানুষকে নগদ অর্থ ও বিভিন্ন ত্রাণ সামগ্রী দিয়ে আসছি। আমাকে গাজীপুর মহানগর আ’লীগের সদস্য নির্বাচিত করায় দলীয় নেতৃবৃন্দ সহ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। এসময় নান্দাইল বঙ্গবন্ধু নৌকার সমর্থক গোষ্ঠীর সাধারণ সম্পাদক মোনায়েম হোসেন ভূঞা, বীরমুক্তিযোদ্ধা আবুল হাসেম, সাংবাদিক শফিকুল ইসলাম, সমাজ সেবক হারুন অর রশিদ, আফতাব উদ্দিন, আবুল বাশার সহ অত্র সংগঠনের সদস্যবৃন্দ সহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।