
দিনাজপুরের ঘোড়াঘাটে র্ভনাপাড়া (র্পুবপাড়া) জামে-মসজিদের ছাদ ঢালাই ও র্নিমাণ কাজের শুভ উদ্বোধন করেন দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক। বুধবার তিনি প্রধান অতিথির হিসেবে উপস্থিত থেকে এ মসজিদের ঢালাই ও র্নিমাণ কাজের উদ্বোধন করেন। এ সময় মসজিদ র্নিমাণে নগদ ৫০ হাজার টাকা প্রদানসহ সামাজিক নিরাপত্তা র্কমসূচির আওতায় আরও ৫ লক্ষ টাকা প্রদানের প্রতিশ্রুতি দেন তিনি।উদ্বোধন কালে তার সঙ্গে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান কাজী শুভ রহমান চৌধুরী, উপজেলা র্নিবাহী অফিসার মোঃ রফিকুল ইসলাম, ঘোড়াঘাট
থানার ওসি মো. আসাদুজ্জামান আসাদ, সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল সহ অনেকে।