
বরগুনার পাথরঘাটায় সমাজিক সম্প্রিতি নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল দশটার দিকে পাথরঘাটা উপজেলা পরিষদ মাঠে নজরুল স্মৃতি সংসদ (এনএসএস) এর আয়োজন করে। একশনএইড বাংলাদেশ এর সহযোগিতায় সমাজিক সম্প্রিতি নিয়ে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়।
এ অনুষ্ঠানের পাথরঘাটা উপজেলার বিভিন্ন এলাকার তৃতীয় লিঙ্গের ব্যক্তিরাও উপস্থিত ছিলো। সকাল দশটা থেকে দুপুর দুইটা পর্যন্ত এই অনুষ্ঠান আনুষ্ঠিত হয়।
আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রোকোনুজ্জামান খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাথরঘাটা উপজেলা চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির। এসময় আরও উপস্থিত ছিলেন পাথরঘাটা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আমিন সোহেল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোকসেদুল আলম, সমাজসেবা কর্মকর্তা মোঃ মোহসিন হোসেন, সংকল্প ট্রাস্টের নির্বাহী পরিচালক মির্জা শহিদুল ইসলাম খালেদ, এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পান্না, আশুতোষ রায় এডমিন অফিসার এনএসএন কৃষক সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, জেলে সম্প্রদায়, কামার সম্প্রদায়, যুব রেডক্রিসেন্ট, পাথরঘাটা অনলাইন হাটবাজার।
এছাড়াও এনএসএস এর এফরটি (A4T) প্রোজেক্টের প্রোজেক্ট কোঅর্ডিনেটর মোঃ তানজিলুর রহমান, প্রোজেক্ট অফিসার রুমা বেগম, এডমিন এন্ড ফিন্যান্স অফিসার মোঃ রুহুল আমিন, একশনএইড বাংলাদেশ এর ইন্সপিরেটর নাদিরা খানম ইয়ুথ ফেলো মোঃজুবায়ের ইসলাম,মোঃ জাকির হোসেন নাঈম এবং পাথরঘাটা উপজেলার বিভিন্ন ইয়ুথ গ্রুপের সদস্যরা উপস্থিত ছিলো।