
বরগুনার বেতাগীতে ভ্রাম্যমান আদালত এক দোকানিক সরকারি কৃষি প্রণোদনার সার ও ধান অবধভাব বিক্রির উদ্দশ্য মজুদর দায় ১ লক্ষ ৩০ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।
উপজলার হোসনাবাদ ইউনিয়নর জলিশা বাজার রাতে দক্ষিণ হোসনাবাদ গ্রামর বাসিদা মো: রফিকুল ইসলাম মৃধার মুদি দোকান কৃষি বিভাগের কৃষকের সরকারি কৃষি প্রণোদনার সার, ধান বীজ অবধভাব বিক্রির উদ্দশ্য মজুদ করোণ এবং একই সঙ্গ মুদি দোকান খাদ্য দ্রব্যর সাথ কীটনাশক সার,ঔষধ, মেয়াদাত্তীর্ণ খাবার পণ্য রাখায় তাকে এ অর্থদন্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করন, ম্যাজিস্ট্রট ও সহাকারী কমিশনার (ভূমি) বিপুল সিকদার।
এসময় উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমদ, উপজলা কৃষি কর্মকর্তা তানজিলা আহমদ, থানার পুলিশ এবং সংশ্লিষ্ট ইউনিয়নর উপসহকারী উপস্তিত ছিলেন।
বেতাগী উপজলা নির্বাহী অফিসার ফারুক আহমদ জানান, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকর জন্য প্রধান মন্ত্রী দেওয়া উপহার সার এবং বীজর সদ্ব্যবহার নিশ্চিত করত এধরনর অভিযান আগামীতও অব্যাহত থাকব।