
সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে সারাদেশে চলছে ‘বাংলা ব্লকেড’চতুর্থ দিনের আন্দোলন। এই আন্দোলন ঘিরে মেট্রোরেলের নিরাপত্তায় তিনটি স্টেশনে এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। এছাড়া শাহবাগ স্টেশনের চারটি গেটে তালা লাগিয়ে এই স্টেশন সাময়িকভাবে ব্যবহার বন্ধ করা হয়েছে।
এপিবিএনের একটি সূত্র জানিয়েছে,আনসার,এমআরটি পুলিশের পাশাপাশি শাহবাগ,ঢাকা বিশ্ববিদ্যালয় ও সচিবালয়ে স্টেশনে ৬০ জন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে। তারা এমআরটি পুলিশের উর্ধতন কর্মকর্তাদের নির্দেশনা মোতাবেক কাজ করবে।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সরেজমিনে দেখা যায়,শাহবাগ স্টেশনের চার গেটেই তালাবদ্ধ করে দেওয়া হয়েছে। চার গেটেই আনসার,এমআরটি ও আনসার সদস্যরা অবস্থান নিয়েছেন। এসময় এই স্টেশনে আসা যাত্রীদের অন্য স্টেশন ব্যবহার করার পরামর্শ দিচ্ছেন। এছাড়া এই স্টেশনে কোনো যাত্রীকে নামতেও দেখা যাচ্ছে না।
ডিআই/এসকে