ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

তানোরে ট্রাকের ধাক্কায় মাইক্রো চালকের মৃত্যু : ট্রাকসহ চালক ও হেলহার আটক

রাজশাহীর তানোরে ট্রাকের ধাক্কায় মাইক্রো চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় (ট্রাক ঢাকা মেট্রো ট-১৬-১৩৮৫) সহ চালক ও হেলহারকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ। নিহত মাইক্রো চালকের নাম বিদ্যুৎ হোসেন (২০)। তিনি নওগাঁ জেলার মান্দা উপজেলার ভাঁরশো ইউপির মহানগর গ্রামের আবু বাক্কারের পুত্র।

এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ট্রাক চালক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার আল্লারদর্গা (তাজপুর) গ্রামের মৃত তাহের মন্ডলের পুত্র সাইফুল ইসলাম (৩০) ও হেলপার একই উপজেলার গাছের দিয়াড় (টলটলিয়া পাড়া) গ্রামের জানু মন্ডলের পুত্র জাহিদ (১৬) কে আসামী করে তানোর থানায় একটি মামলা দায়ের করেছেন।

মামলার বিবরণ ও পুলিশ সুত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় কামারগাঁ থেকে ভাড়া নিয়ে রাজশাহীতে যান। রাজশাহী থেকে ফেরার পথে রাত সাড়ে ১১টার দিকে তানোর উপজেলার লব্যাতলা নামক স্থানে আসামাত্র মাইক্রোটির তেল ফুরিয়ে গেলে মাইক্রো চালক মাইক্রোটি রাস্তায় দাড় করিয়ে চালক মাইক্রোটির পেছনে দাড়িয়ে ছিলেন।

এসময় রাত সোয়া ১২টার দিকে তানোর উপজেলার কৃষ্ণপুর থেকে বগুড়া গামী ধান বোঝাই ট্রাকটি মাইক্রো ও চালককে পেছন থেকে ধাক্কা দেয়। এসময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই মাইক্রো চালকের মৃত্যু হয়। এবং মাইক্রোটি দুমড়ে মুচড়ে যায়। ট্রাকের সামনের গ্লাস ভেঙে যাওয়ায় ট্রাকটি আর সেখান থেকে যেতে পারেনি। এসময় সাথে থাকা মাইক্রোর লোকজন মাইক্রো তাকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণ পরে খবর পেয়ে তানোর থানা পুলিশ লাশ উদ্ধার ও মাইক্রোসহ ট্রাক ও চালকসহ হেলপারকে আটক করে থানায় নিয়ে যান।

তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক চালক, হেলপারকে আটক করা হয়েছে এবং ট্রাক জব্দ করা হয়েছে। এঘটনায় নিহতের পিতা বাদি হয়ে ২জনকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। আটককৃত দের আদালতের সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুনঃ