ব্রাহ্মণবাড়িয়া: আখাউড়ায় ৩৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধার করেছে থানা পুলিশ। এ সময় মো. মাসুদ মিয়া নামে একজনকে গ্রেপ্তার করা হয়।বৃহস্পতিবার (১১জুলাই) ভোর সকালে উপজেলার দক্ষিণ ইউপির নূরপুর গ্রাম থেকে এসব মাদক জাতীয় স্কাফ সিরাপ উদ্ধার করা হয়। গ্রেপ্তার নূরপুর পশ্চিম পাড়ার বাসিন্দা মো. মুর্শেদ মিয়ার ছেলে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন মাদক উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, এসআই নির্মলেন্দু চাকমা সঙ্গীয় অফিসার এএসআই কাজী হাবিবুর রহমান, এএসআই মো. কামরুল হাসান ও সঙ্গীয় ফোর্স সহ একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ভোরে উপজেলা দক্ষিণ ইউপির নূরপুর গ্রামে পশ্চিম পাড়ায় অভিযান চালায় পুলিশ। এ সময় মো. মাসুদ মিয়ার বসত ঘরের সামনে হতে ৩৪ বোতল ভারতীয় স্কাফ সিরাপ উদ্ধারসহ তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তার মো. মাসুদ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তার বিরুদ্ধে থানায় একটি মাদক মামলা রুজু করে জেলার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।