
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুরে কিশোরী শিক্ষার্থীদের নিয়ে বয়সন্ধিকালের স্বাস্থ্য সচেতনতা মূলক প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় মনিরামপুর রাজগঞ্জ শহীদ স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয় মিলনায়তনে দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের আওতায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড মনিরামপুর উপজেলা দপ্তর এ সচেতনতামূলক প্রশিক্ষণ সভার আয়োজন করে। কোর্স উপদেষ্টা শহীদ স্মৃতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও কোর্স পরিচালক উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষের সঞ্চালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মনিরামপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন। এতে অন্যন্যের মধ্যে বক্তব্য রাখেন কোর্স সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা বিজন কুমার প্রামানিক,শিক্ষক দুলালী বিশ্বাস, মাহাবুবুর রশিদ প্রমখ। উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা বিশ্বজিৎ কুমার ঘোষ বলেন, ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত কিশোরী শিক্ষার্থীদের বয়সন্ধিকালের শারীরিক সমস্যা সমাধান ও সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার লক্ষ্যে মূলতঃ এ আয়োজন।উপজেলায় অন্ততঃ তিন বছর ধরে এ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। অনুষ্ঠান শেষে কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও স্বাস্থ্য সেবা সরঞ্জামাদি তুলে দেওয়া হয়।