
এইচ এম জুয়েল রানা স্টাফ রিপোর্টারঃ যশোরের মনিরামপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ২ বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করেছেন।
বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সহকারী কমিশনার(ভূমি)ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম মনিরামপুর বাজারে অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করেন। অর্থদণ্ড দেওয়া ২ প্রতিষ্ঠানের মধ্যে রাফি-সিয়াম বেকারিকে ৩হাজর টাকা ও আজমির বেকারিকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম বলেন, বেকারিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি এবং পণ্যের গায়ে মেয়াদ উত্তীর্ণের তারিখ ও মূল্য না থাকায়। বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাফি-সিয়াম বেকারি ও আজমির বেকারিকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, নিরাপদ খাদ্য সরবরাহ নিশ্চিতকরণসহ ভেজাল দূর করতে আগামীতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে ।এসময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে মণিরামপুর থানার, এএসআই রুহুল আমিনসহ পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।