বাগেরহাটের মোরেলগঞ্জে বেসরকারি সংস্থা এপি ওয়ার্ল্ড ভিশন মোরেলগঞ্জ শাখার আয়োজনে পানি ট্যাংক বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার ১১ জুলাই সকালে মোরেলগঞ্জ পৌরসভার বারইখালি ২নং ওয়ার্ডের আব্দুল আজিজ মেমোরিয়াল হাই স্কুল মাঠে এপি ম্যানেজার তপন কুমার মন্ডল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এস এম তারেক সুলতান।ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ মোরেলগঞ্জ এপির কর্ম এলাকার হতদরিদ্র পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণ করার জন্য পানির ট্যাংক বিতরনসহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ২০২৪ অর্থ বছরে উপজেলার বিভিন্ন এলাকায় জরিপের ভিত্তিতে মাঠকর্মীদের সহযোগীতায় ৪২০টি পরিবারের মধ্যে আজ বৃহস্পতিবার ২৯০টি পরিবারের মাঝে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য পানির ট্যাংক বিতরণ করা হয়।বাকি ১৩০টি পরিবারের মাঝে পর্যায়ক্রমে এ ট্যাংক বিতরণ করা হয়।