
গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের চলমান বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণে নিষিদ্ধ ঘোষিত অবৈধ জাল,মাছ ও মাছের পোনা উদ্ধারসহ ৮৯ জনকে আটক।
বৃহস্পতিবার (১১ জুলাই ) বিকালে নৌ পুলিশ হেডকোয়ার্টারের পুলিশ সুপার (ট্রেনিং,ক্যারিয়ার প্ল্যানিং অ্যান্ড মিডিয়া) কাজী নুসরাত এদীব লুনা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন,দেশের মৎস্য সম্পদ রক্ষা ও নৌ পথে নিরাপত্তা নিশ্চিতকরণে নৌ পুলিশ দেশব্যাপী বিভিন্ন অভিযান পরিচালনা করছে। গত ২৪ ঘণ্টায় নৌ পুলিশের বিভিন্ন অভিযানে মোট ৫৮ লক্ষ ৮১ হাজার ৫৪৫ মিটার অবৈধ জাল,১৯৫৯ কেজি মাছ,এবং বিভিন্ন প্রজাতির ০৪ লক্ষ ৩০ হাজার ৫০০ পিস বাগদা রেনু পোনা জব্দ করা হয়। এদিন নৌ পুলিশ নদী থেকে সাঁইত্রিশটি ঝোপ ধ্বংস করে।
নৌ পুলিশের এই অভিযানে বৈধ কাগজপত্র না পাওয়ায় আঠারটি বাল্কহেডের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয় এবং অবৈধ জালে মাছ ধরার জন্য পঁচিশটি নৌকা জব্দ করা হয়।
গতকালের এই অভিযানে ৮৯ জন আসামী গ্রেফতার করা হয় এবং মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে তিনটি,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি,বেপরোয়া নৌযান আইনে তিনটি,একটি অপমৃত্যু এবং অন্যান্য একটি মামলাসহ মোট নয়টি মামলা দায়ের করা হয়।
উল্লেখ্য,জব্দকৃত অবৈধ জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে,মাছ এতিমখানায় বিতরন এবং মাছের রেনু পোনা পানিতে অবমুক্ত করা হয়েছে।
ডিআই/এসকে