
জাল সার্টিফিকেট ও জাল সার্টিফিকেট তৈরীর সরঞ্জামাদিসহ ২ জন’কে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১০)। রাজধানীর নিউমার্কেট এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার (১১জুলাই) দুপুরে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃতরা হলো,মো.রাকিব হাসান (২৫),শাহ আলম মিজি (৩৯)।
এসময় তাদের কাছ থেকে ১টি সিপিইউ, ১টি মনিটর, ১টি কী-বোর্ড,২টি সাউন্ড বক্স,১টি প্রিন্টার,১ মোবাইল ফোন,১টি শিক্ষা সনদ, ১টি মার্কশীট,১টি মাউস, ১টি পেনড্রাইভ ও ১টি মাল্টিপ্লাগ উদ্ধার করা হয়।
এম.জে.সোহেল বলেন,গতকাল র্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী ঢাকার নিউমার্কেট থানাধীন বাকুশাহ মার্কেট এলাকায় একটি অভিযান পরিচালনা করে। এসময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের জাল সনদ,বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের জাল সনদ এবং জাল ড্রাইভিং লাইসেন্স প্রস্তুতকারী চক্রের ২ সদস্যকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে,গ্রেফতারকৃত ব্যক্তিরা বেশ কিছুদিন যাবৎ বিভিন্ন শিক্ষাবোর্ডের এসএসসি,এইচএসসি,দাখিল,আলিম এবং সরকারি-বেসরকারি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের অনার্স ও মাস্টার্স এর জাল সার্টিফিকেট এবং জাল ড্রাইভিং লাইসেন্স তৈরী করে আসছিল। তারা টাকার বিনিময়ে বিভিন্ন জাল সনদপত্র তৈরী করে ব্যবসার আড়ালে জালিয়াতি কর্মকান্ড চালিয়ে আসছিল।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
ডিআই/এসকে