
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির উপজেলার ঘুমধুম থেকে মালিক বিহীন এক লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি ক্রিস্টাল মেথ জব্দ করেছে বিজিবি।
বুধবার (১০ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাশরুকীর নেতৃত্বে বিজিবি’র একটি টহলদল ঘুমধুম ইউনিয়নের ইয়াহিয়া গার্ডেন সংলগ্ন চিকনপাতা বাগান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিক বিহীন পরিত্যক্ত অবস্থায় এ বিপুল পরিমাণ পিস ইয়াবা ও ক্রিস্টাল মেথ উদ্ধার করতে সক্ষম হয়।
ইয়াবা ট্যাবলেট ও ক্রিস্টাল জব্দের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করে কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মাসরুকী বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি বিজিবি চোরাচালান, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত আছে এবং থাকবে।