
কুমিল্লার কোতোয়ালিতে ৬ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ।
বুধবার (১০ জুলাই )সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটককৃত হলো কুমিল্লা জেলার কোতোয়ালি থানার কাপ্তান বাজার এলাকার শাহপরান (৩২) এবং কুমিল্লা জেলার চান্দিনা থানার নাওতলা হাবিবুর রহমান (২০)।
বুধবার (১০ জুলাই ) দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা রিজিয়ন অতিরিক্ত ডিআইজি (পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) মো.খাইরুল আলম।
তিনি বলেন,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকা মুখি লেনে এশিয়া যাত্রীবাহী বাস যাহার রেজিঃ নং- ঢাকা মেট্টো-ব-১৪-৮৭৪৪ এর যাত্রী মাদক বহন করছে এমন তথ্য পায় হাইওয়ে পুলিশ।
এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই/ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীদ্বয়কে আটক করেন। এসময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ডিআই/এসকে