
রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের চাকমার কাটা গ্ৰামের বদিউর রহমান এর ছেলে ফরিদুল আলম (৫০) নামের এক ব্যক্তির রহস্য জনক মৃত্যুকে ঘিরে প্রশ্ন উঠেছে। ঘটনাটি ঘটেছে ৮ জুলাই (সোমবার) দুপুরে। স্থানীয় সূত্রে জানা যায়,সে গলায় পাশ লাগিয়ে আত্মহত্যা করেছে। পুলিশ বলছে এটা আত্মহত্যা না পরিকল্পিত হত্যাকাণ্ড সেটা ময়নাতদন্তের মাধ্যমে বুঝা যাবে। তবে এলাকাবাসীর অভিযোগের পর পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
পরিবারের মতে সে আত্মহত্যা করতে পারে। কারণ সে কয়দিন আগে কিছু খাস জমি বিক্রি করে ছিল। সে সময় তার কাছ থেকে খালি স্টাম্পে সই ও তার এনআইডির ফটো কপি নেন হামিদ হোসেন নামের এক ব্যক্তি। সে-ই সময় হতে তার বসতি ভিটা রেজিষ্ট্রার করে নেবে এমন কথা লোক মুখে শুনলে সে পাগলামী করতো।হয়তো একারণে সে আত্মহত্যা করতে পারে।
এবিষয়ে জানতে চাইলে গর্জনিয়া ফাঁড়ি পুলিশের এসআই মিঠুন সাংবাদিকদের বলেন, ঘটনাস্থলে গিয়ে তার গলায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার রশি বা কোন আলামত পাওয়া যায় নি। কি কারণে মৃত্যু হতে পারে তা জানতে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের পর বুধবার সন্ধ্যায় তার গ্ৰামে মরহুমের জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।