
পটুয়াখালীর একটুকরো খবর। জানা গেছে, (১)পটুয়াখালীর এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ লতিফ হোসেন’র বদলি জনিত কারণে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ৯ জুলাই এ দপ্তরে।পরে দুপুরে খাবারের আয়োজন করা হয়।
এ খাবার অনুষ্ঠানে পটুয়াখালী এলজিইডি’র জেলা ও বিভিন্ন উপজেলার নানা স্তরের কর্মকর্তা- কর্মচারী গন এবং কিছু সংখ্যক কতিপয় ঠিকাদার উপস্থিত ছিলেন।(২) পটুয়াখালী সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ,এম, আতিক উল্লাহ’র বিরুদ্ধে বিভিন্ন মিডিয়ায় ৯ জুলাই মঙ্গলবার সংবাদ ভাইরাল হয়েছে। এ বিষয় জানতে মঙ্গলবার বিকালে তার অফিসে গেলে তাকে পাওয়া যায়নি।
এসময় সুত্রে জানা যায়, তিনি আসছে রবি বার চার্জ বুজ দিবেন।এ্যাপারে জানতে পটুয়াখালী সওজ ‘র এ নির্বাহী প্রকৌশলী’র মুঠোফোনে কল দিলেও তিনি ফোন কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। (৩) সুত্রে জানা গেছে, পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ ৯ জুলাই মঙ্গলবার সারাদিনে অফিসে আসেন নি। সুত্রে
আরও জানা গেছে, ৩ জন প্যানেল মেয়র থাকা সত্বেও কাউকে এ দিন দায়িত্ব দেওয়া হয় নি বলে জানা গেছে। এ বিষয় জানতে পটুয়াখালী পৌরসভার মেয়র এর মুঠোফোনে কল দিলে তিনি ফোন কল রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া যায় নি। প্রসঙ্গত: পটুয়াখালী সওজ’র বর্তমান নির্বাহী প্রকৌশলী বরগুনা জেলারএ দপ্তরের দায়িত্ব রয়েছেন।