
গাইবান্ধার সুন্দরগঞ্জে সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক ক্যান্সার, হৃদরোগ, প্যারালাইজড, কিডনিসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ৫৩ জন রোগির মাঝে সাড়ে ২৬ লাখ টাকার চেক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৯ জুলাই) দুপুর ১২ টারদিকে উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রোগিদের মাঝে চেক বিতরণ করেন জাতীয় সংসদ সদস্য আব্দুল্লাহ নাহিদ নিগার এমপি। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তরিকুল ইসলাম, থানার ওসি মাহবুব আলম, সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামসহ স্থানীয় সুধি ও সুবিধাভোগিবৃন্দ।