
২০২৩-২৪ অর্থ বছরে প্রণোদনা কর্মসূচির আওতায় খরিপ-২ মৌসুমে উফশী রোপা আমন ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও পটুয়াখালী সদর উপজেলার প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বিকালে এ সার- বীজ বিতরণ কালে ও এ রিপোর্ট পর্যন্ত জানা গেছে, সাধারণ ২২০০ জন ও রেমালে বীজ তলা নষ্ট হওয়ায় প্রথম পর্যায়ে ২৯০ জন ও ২য় পর্যায়ে ৫৯০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে আমন ধান, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।আরও জানা গেছে, এদিকে ইতিমধ্যে ১০০০ জনের মাঝে মাথাপিছু ৫ টি করে নারিকেল চারা বিতরণ করা হয়েছে।
অন্যদিকে ১৫০০ জনকে আউশ প্রণোদনা দেয়া হয়েছে। প্রসঙ্গত : গত ৩০ জুন উপজেলা কৃষি পূর্ণ বাসন বাস্তবায়ন কমিটি, পটুয়াখালী সদর, পটুয়াখালী’র আয়োজনে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠান পটুয়াখালী সদর উপজেলার হল রুমে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তৎকালীন পটুয়াখালী সদর উপজেলা নির্বাহী অফিসার সন্জীব দাশ।
এসময় উপস্থিত ছিলেন পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোস্তাফিজুর রহমান, পটুয়াখালী সদর উপজেলা অতিরিক্ত কৃষি অফিসার মোর্শেদা আক্তার মিমি ও পটুয়াখালী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ এখলাছুর রহমান সহ পটুয়াখালী সদর উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা- কর্মচারীগন ও পটুয়াখালী সদর উপজেলা কৃষি অফিসের নানা স্তরের কর্মকর্তা – কর্মচারী গন এবং পটুয়াখালী সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের তালিকা ভুক্ত ( সুবিধা ভুগী) কৃষক গন।এছাড়াও গত ২৩ জুন উক্ত সংখ্যাক নারিকেল চারা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, পটুয়াখালী সদর, পটুয়াখালী’র আয়োজনে বিতরণ করা হয়েছে।