ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক সংকটে রোগীদের দূর্ভোগ
চিলমারীতে ঐতিহ্যবাহী অষ্টমির স্নান সম্পন্ন
বিএনপি নেতার ওপর বোমা হামলার প্রতিবাদে কয়রায় বিক্ষোভ মিছিল
লঞ্চে মুমূর্ষ নবজাতককে মেডিকেল সহায়তা প্রদান করল কোস্ট গার্ড
আমতলীতে লঞ্চ ঘাট ও বাসস্ট্যান্ডে যৌথবাহিনীর অভিযান, জরিমানা আদায়
কালীগঞ্জে আমিনুর রহমান আমিনের গণসংযোগ শুভেচ্ছা বিনিময়
আমতলীতে হামলা, লুট ও পিটিয়ে দোকান দখলের অভিযোগ
দেওয়ানগঞ্জে মেয়ের বাড়িতে যাওয়ার পথে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ বাবা মৃত্যু
নড়াইল জেলা ছাত্রদলের সাবেক ও বর্তমান নেতা-কর্মীদের ঈদ পুনর্মিলনী
জামায়াতে ইসলামীতে চাঁদাবাজ সন্ত্রাসের কোনো সুযোগ নেই:রফিকুল ইসলাম
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতিকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করতে হবে
ভূরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাঙ্কচুয়ালিটি’র সম্মেলনের উদ্বোধন
বিরামপুরে আগ্নিকান্ডে সনাতন পরিবারের সর্বস্ব পুড়ে ছাই
কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সাংবাদিকদের সাথে ডা. শহিদুল আলমের মতবিনিময়
পঞ্চগড় সড়কে বিআরটিএ ও যৌথবাহিনীর অভিযান

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্থকরণ প্রকল্পের কাজ

দুই বছরেও শেষ হয়নি হিলি-ঘোড়াঘাট জাতীয় মহাসড়ক প্রশস্থকরণ প্রকল্পের কাজ।দেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি থেকে ডুগডুগিহাট হয়ে ঘোড়াঘাট র্পযন্ত জাতীয় মহাসড়ক নিয়ে ভোগান্তি কয়েক যুগের। সেই ভোগান্তি লাঘব করতে হিলি থেকে ঘোড়াঘাট র্পযন্ত জাতীয় মহাসড়ক যথাযথ মানে উন্নীতকরণ সহ তিনটি গুরুত্বর্পূণ সড়কের সরুও জরার্জীণ কালর্ভাট পুনঃর্নিমান এবং বাজার অংশে রিজিড পেভমেন্ট ও ড্রেন র্নিমান প্রকল্পের অনুমাদন দেয় জাতীয় র্অথনৈতিক পরিষদ (একনেক)।৪৬৩ কোটি ৭১ লাখ ৬৫ হাজার টাকা বরাদ্দে ৩টি পৃথক প্যাকেজে এই জাতীয় মহাসড়ক উন্নীত হবে। তবে প্রকল্প শুরুর দুই বছর অতিবাহিত হলেও কাজেরঅগ্রগতি রুপ নিয়েছে চরম ভোগান্তিতে। প্রকল্পের মেয়াদ শেষ হতে বাকি আছে আর মাত্র ৫ মাস।চলতে বছরের ডিসেম্বরে শেষ হবে গুরুত্বর্পূণ এই মহাসড়ক উন্নীতকরণ
প্রকল্পের মেয়াদ। মেয়াদ শেষের পথে হলেও রাস্তা খুঁড়ে প্রশস্তের কাজ শেষকরতে পারেনি ঠিকাদারী প্রতিষ্ঠান।যত্রতত্র খুঁড়ে রাখায় একেবারে চলাচলের অনুপযুক্ত হয়ে উঠেছে এই জাতীয় সড়ক। চলতি র্বষা মৌসুমে কাঁদা পানিতে ভরে আছে পুরো সড়ক। র্বষা শুরুর আগে তীব্র ঘূলায় অন্ধকার হয়ে থাকত পুরো সড়ক। এতে একেবারেই চলাচলের অনুপোযুক্ত হয়ে আছে গুরুত্বর্পূণ এই সড়কটি। সড়ক বিভাগের তথ্য বলছে, প্রকল্পের তিনটি প্যাকেজ বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবাল প্রাইভেট লিঃ এবং অপর আরেকটি প্যাকেজ বাস্তবায়ন করবে আরেক প্রতিষ্ঠান মাসুদ হাইটেক।প্রকল্প শুরুহয়েছে ০১ জুলাই ২০২২ এবং প্রকল্প শেষ হওয়ার কথা চলতি ২০২৪ সালের ৩১ ডিসেম্বর। সে অনুযায়ী আর বাকি মাত্র কয়েকমাস। এখন ৭০ থেকে ৮০ শতাংশ কাজ শেষ হবার কথা থাকলেও, তিনটি প্যাকেজের কাজের গড় অগ্রগতি মাত্র ৩০ শতাংশ বলে জানায় সওজ কতৃপক্ষ। একনেকে অনুমোদন পাওয়ার পর সড়কটির কাজ শুরুহবার পর স্বস্থি ফেরে কয়েকলাখ মানুষের। বৃহত্তর স্থলবন্দর হিলি থেকে পণ্য আমদানি-রফতানি করার অন্যতম দুটি রুটের একটি এই জাতীয় মহাসড়ক। হিলি থেকে ঘোড়াঘাটের উপর দিয়ে সহজেই যাতায়াত করা যায় রাজধানী ঢাকা সহ দেশের যেকোন প্রান্তে। রাস্তাটির প্রশস্থকরণ কাজ শেষ হলে হিলি বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি-রফতানিরকারক ও ব্যবসায়ীদের
যাতায়াত ও পণ্য আনা নেয়া কাজ আরো সহজ হবে।অনেক ক্ষেত্রে কমে যাবে পরিবহণ ব্যয়। তবে সেই স্বপ্ন সহসাই বাস্তবায়ন
হচ্ছে না। কাজের ধীরগতির কারণে সড়কটির উন্নয়ন কাজ বিশাদে রুপ নিয়েছে স্থানীয় ও ব্যবসায়ী সহ সড়কটি দিয়ে যাতায়াত করা মানুষের মাঝে। ঠিকাদারী প্রতিষ্ঠান জামিল ইকবাল প্রাইভেট লিমিটেডের প্রকল্প ব্যবস্থাপক আনিসুর রহমান বলেন, র্বষা মৌসুমের কারণে আমরা ঠিকমত কাজ করতে পারছিনা। বৃষ্টির কারণে কাজের ব্যাঘাত ঘটছে। তার মাঝেই যতটুকুসম্ভব আমরা কাজ করে যাচ্ছি। র্বষা মৌসুম শেষ হলে আগামী আগষ্ট মাস থেকে আমরা পুরোদমে কাজ শুরুকরবো। আশা করছি র্নিদিষ্ট সময়ে কাজ শেষ করা সম্ভব হবে। দিনাজপুর সড়ক ও জনপদ বিভাগের র্নিবাহী প্রকৌশলী মনসুর আজিজ বলেন, র্নিদিষ্ট সময়ে কাজ শেষ করতে আমরা ঠিকাদারী প্রতিষ্ঠানকে নিয়মিত তাগাদা দিচ্ছি। যদি তারা র্নিদিষ্ট সময়ে কাজ শেষ করতে না পারে তবে তারা সময়বৃদ্ধির আবেদন করবে। তবে অতি গুরুত্বর্পূণ হওয়ায় আমরা এই জাতীয় মহাসড়ককে ৪ লেনে উন্নীত করার কথা ভাবছি।

শেয়ার করুনঃ