
বাংলাদেশ কৃষকের দেশ – বাঁচলে কৃষক, বাঁচবে দেশ এ স্লোগান কে সামনে রেখে পটুয়াখালীর গলাচিপার চরবাংলা মৌজার খাস জমি চরে অবস্থানরত প্রকৃত ভূমিহীন পরিবারের মাঝে বন্দোবস্ত দেয়ার দাবিতে
সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৯ জুলাই মঙ্গলবার বেলা ১১ টায় বাংলাদেশ কৃষক- মজুর সংহতি,পটুয়াখালী জেলা ও চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি’র আয়োজনে পটুয়াখালী প্রেসক্লাবে এ দাবিতে উক্ত সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ কৃষক- মজুর সংহতি পটুয়াখালী জেলা শাখার সভাপতি এস এম আমজাদ হোসেন। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষক – মজুর সংহতি’র কেন্দ্রীয় কমিটির সভাপতি দেওয়ান আবদুর রশিদ নীলু,সাংগঠনিক সম্পাদক সামসুল আলম ও প্রচার এবং প্রকাশনা সম্পাদক জাফর মোহাম্মদ, চরবাংলা বিত্তহীন কৃষক সমবায় সমিতি’র সভাপতি মোঃ সিরাজ খান,সহ-সভাপতি হারুন হাওলাদার, কোষাধ্যক্ষ মজিবুর রহমান, সদস্য- সাহাবুদ্দিন,আবদুর রব খান ও ফারুক মীর এবং পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা।