
পঞ্চগড়ে মাদক বিরোধী বিশেষ অভিযানে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে আটক করেছে সদর থানা পুলিশ।
পুলিশ সুপার, পঞ্চগড় মহোদয়ের দিকনির্দেশনা, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল এর সার্বিক তত্বাবধানে এবং অফিসার ইনর্চাজ পঞ্চগড় সদর থানা এর নেতৃত্বে এসআই /মোঃ সাহিদুর রহমান,এসআই/ রতন কুমার রায়, এএসআই/মোঃ গোলাম রব্বানী পিপিএম সঙ্গীয় অফিসার ফোর্স সহ পঞ্চগড় সদর থানাধীন ০৪ নং কামাত কাজল দিঘী ইউনিয়নের ঘটবর গ্রামস্থ জনৈক নজরুলের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ২০০ পিচ ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ী করা হয়।
মামলার সুত্রে জানা যায়, পঞ্চগড় সদর থানাধীন ০৪ নং কামাত কাজল দিঘী ইউনিয়নের ঘটবর গ্রামের জনৈক নজরুলের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর কয়েক ব্যক্তি নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট নিজের কাছে রেখে মাদক সেবনকারীদের নিকট বিক্রয় করতেছে মর্মে থানা পুলিশ সংবাদ পায়।
সদর থানা পুলিশের উপ পরিদর্শক মোঃ সাহিদুর রহমান উক্ত সংবাদটি থানার অফিসার ইনচার্জ সাহেবকে মোবাইল ফোনে অবহিত করে তার নির্দেশক্রমে সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ ইং-০৮/০৭/২৪ তারিখ ভোর অনুমানিক ০৬.১০ মিনিটে ঘটনাস্থল পঞ্চগড় সদর থানাধীন ০৪ নং কামাত কাজল দিঘী ইউনিয়নের ঘটবর গ্রামের নজরুলের দোকানের সামনে কাঁচা রাস্তার উপর উপস্থিত হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামী মোঃ নবিরুল ইসলাম (৩৮), পিতা- মৃত কবেদ আলী ,সাং-ঘটবর, থানা ও জেলা-পঞ্চগড় পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় তাকে আটক করে।পঞ্চগড় থানা পুলিশ উপস্থিত লোকজনের সামনে আসামীর শরীর তল্লাশী করার সময় তার পরিহিত সাদা রংয়ের পায়জামার ডান পকেট এর ভিতর হইতে একটি নীল রংয়ের প্লাস্টিকের জিপার ব্যাগে রক্ষিত কমলা রংয়ের ২০০ (দুই শত) পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করে।
স্থানীয় লোকজন জানায় যে, উক্ত আসামী দীর্ঘদিন যাবৎ আশপাশ এলাকায় নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট বিক্রয় করে আসতেছে। উক্ত নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট সেবন করিয়া বর্তমান যুব সমাজ ধ্বংসের দিকে ধাবিত হইতেছে।
উপরোক্ত আসামী একজন সক্রিয় মাদক ব্যবসায়ী এবং তাহার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা আছে। ধৃত আসামী মোঃ নবিরুল ইসলাম নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট গুলো বিক্রয়ের উদ্দেশ্যে নিজের কাছে রাখায় তার বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু হয়েছে।