
রামুর গর্জনিয়ায় হাঁস তাড়াতে গিয়ে
৭ বছরের এক শিশু পানিতে ডুবে মৃত্যু হয়েছে। শিশুটির মান-মোাম্মদ হারুন (৭)।
সে গর্জনিয়া ইউনিয়নের মাঝিরকাটা মৌলানা আক্তার হোসের ছেলে।
ঘটনাটি ঘটেছে সোমবার বিকেল ৩ টায়।শিশুটির মা রাশেদা বেগম জানান,তার বাচ্চা প্রতিবদ্ধী ও মৃগরোগী ।
বিকেল ৩ টায় তার ছেলে একঝাঁক হাুঁসের পেছনে দৌঁড়তে থাকে। একপর্যায়ে হাঁসের সাথে সেও বিলের পানিকে নেমে যায়। হয়ত এ সময় মৃগরোগ সৃষ্টি হলে সে মারা যায় বলে স্থানীয়দের ধারণা।
বিষয়টি নিশ্চিত করেছেন গর্জনিয়া ফাঁড়ি পুলিশের এসআই মিঠুন।