
কুড়িগ্রামে ১৫ কেজি গাঁজা ও ১টি অটোরিক্সা উদ্ধার সহ ২ জন মাদক কারবারি’কে হাতেনাতে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ জুলাই )রাতে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার মিডিয়া মো.(পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) রুহুল আমীন।
তিনি বলেন, কুড়িগ্রাম জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি চৌকস টিম সোমবার ( ৮ জুলাই) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে কুড়িগ্রাম সদর থানাধীন ত্রিমহনী হতে রাজারহাটগামী রাস্তার বনবিভাগ অফিসের সামনে থেকে ফুলবাড়ী থানার তালুক শিমুল বাড়ি গ্রামের মাদক কারবারি মো.মিন্টু (২৮) এবং নাগেশ্বরী থানার সিন্টার খামার এলাকার মো.জবেদ আলি দ্বয়কে ১টি অটোরিক্সায় বিশেষ কায়দায় ফিটিং করে মাদক পরিবহনের সময় ১৫ কেজি গাঁজাসহ হাতেনাতে গ্রেফতার করে। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিক্সা জব্দ করে পুলিশ।
তিনি আরো বলেন,গ্রেফতারকৃত মাদক কারবারিদের বিরুদ্ধে কুড়িগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা রয়েছে। কুড়িগ্রাম জেলায় মাদক নির্মূলে আমাদের এই অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে, আমরা সকলের সম্মিলিত সহযোগিতা প্রত্যাশা করি।
কুড়িগ্রাম জেলায় সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ গঠনের লক্ষ্যে মাদক নির্মূলে ও নাগরিকদের টেকসই নিরাপত্তার নিমিত্তে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।
ডিআই/এসকে