সম্প্রতি র্যাব-৩'র অধিনায়কের দায়িত্ব নেওয়া ফিরোজ কবীরকে বদলি করা হয়েছে। তার জায়গায় নতুন একজনকে কর্মকর্তাকে পদায়ন করা হয়েছে। রবিবার র্যাবের মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে,র্যাব-৩ এর অধিনায়ক ফিরোজ কবীরকে র্যাব-৫ এর অধিনায়ক করা হলো। এছাড়া র্যাব-৮ এর অধিনায়ক লে.কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩ এর অধিনায়ক করা হয়েছে।
এর আগে গত ২৮ এপ্রিল র্যাব-৩ এর অধিনায়ক হন ফিরোজ কবীর। সেসময় ফিরোজ র্যাব-৬ এর অধিনায়ক ছিলেন। তিনি বিদায়ী অধিনায়ক লে.কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হন। দুই বছরের বেশি সময় দায়িত্ব পালন করেছেন আরিফ। মেধাবী ও সৎ অফিসার হিসেবে পরিচিত এই সেনা কর্মকর্তা ঢাকা মেডিকেলসহ বিভিন্ন সরকারি হাসপাতালে দালাল বিরোধী অভিযান,মাদক-অস্ত্র উদ্ধার,খাদ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম বন্ধে ব্যাপক অভিযান চালান। যা সেসময় ব্যাপক প্রসংসিত হয়।
রাজধানীর মতিঝিল,মুগদা,শাহ্জাহানপুর,পল্টন, খিলগাঁও,সবুজবাগ,রামপুরা,হাতিরঝিল,শাহবাগ ও রমনা থানা মিলে র্যাব-৩ এর আওয়াধীন এলাকা।
ডিআই/এসকে