
প্রতিনিধি:জয়পুরহাটের আক্কেলপুর রেলস্টেশনে র্যাবের অভিযানে ২ হাজার ২শত ৩৫ পিস বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ ৩ জন মাদকব্যবসায়ী গ্রেপ্তার হয়েছে।
গত রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়,জয়পুরহাট র্যাব-৫ ক্যাম্পের ১টি দল গত শনিবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে আক্কেলপুর রেলওয়ে স্টেশন এলাকায় অভিযান চালিয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার মধ্য দরগাপাড়া গ্রামের মৃত শাহা আলমের পুত্র মাদক ব্যবসায়ী মানিক(২৮), একই থানার চন্দ্রপাড়া গ্রামের আব্দুল খালেকের পুত্র শাহীন আলম (২৯) ও পাঁচবিবি থানার বাগজানা গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী আরোজা বেগম (৪৫)কে ২,২৩৫পিচ বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার করে। তারা নীলসাগর এক্সপ্রেসে ট্রেনে ট্রাভেল করছিল। ধৃত আসামিদের ট্রাভেলব্যাগ থেকে এসব নেশার ইনজেকশন উদ্ধার করা হয়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মুলহোতা আতিয়ার কৌশলে পালিয়ে যায়। তারা চোরাচালানের মাধ্যমে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করছিল। এমন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। এ ব্যাপারে ধৃত আসামিসহ আলামত সান্তাহার রেলওয়ে থানায় জমা করে ১টি মামলা রুজু করা হয়েছে।