
পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য ও সময় টেলিভিশনের স্টাফ রিপোর্টার মনির হোসেন বাদল’র নামে সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করা হয়েছে।
এ ঘটনার প্রতিবাদে এবং মামলা থেকে মনির হোসেন বাদলকে অব্যাহতির দাবীতে ৮ জুলাই সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের আয়োজনে এ ক্লাবের সামনে সাংবাদিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে পটুয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জালাল আহমেদ’র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,
পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ জাকির হোসেন ও স্বপন ব্যার্নাজী। এসময় সময় টেলিভিশনের প্রতিনিধি ও পটুয়াখালী প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত: সংবাদের জেরে বাউফল পৌর আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক ( বহিস্কৃত) আরিফুজ্জামান রিয়াদ কর্তৃক সাইবার ট্রাইব্যুনালে সময় টেলিভিশন’র স্টাফ রিপোর্টার ও পটুয়াখালী প্রেসক্লাবের সদস্য মোঃ মনির হোসেন বাদল’র বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে।