
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) পাঁচ পরিচালককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
রবিবার র্যাব মহাপরিচালক (ডিজি) ব্যারিস্টার হারুন অর রশিদ স্বাক্ষরিত এক আদেশে এ বদলি করা হয়।
বদলি আদেশে র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার আরাফাত ইসলামকে র্যাব-৮’র অধিনায়ক,র্যাব-৪’র অধিনায়ক লে.কর্নেল আব্দুর রহমানকে র্যাব সদরদপ্তরের অপারেশন্স উইংয়ের পরিচালক,র্যাব-৮’র অধিনায়ক লে.কর্নেল কাজী যুবায়ের আলম শোভনকে র্যাব-৩’র অধিনায়ক, র্যাব-৫’র অধিনায়ক লে.কর্নেল মুনীম ফেরদৌসকে আইন ও গণমাধ্যম শাখার পরিচালক এবং র্যাব-৩’র অধিনায়ক লে.কর্নেল ফিরোজ কবীরকে র্যাব-৫’র অধিনায়ক করা হয়েছে।
ডিআই/এসকে