
যাত্রীবাহী বাসে করে ফেনসিডিল বহনের সময় আশরাফুল আলম নামে ২৭ বছর বয়সী এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-১০। এ সময় মাদক বহনে ব্যবহৃত বাসটি জব্দ করা হয়েছে।
রোববার রাতে ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকা তাকে গ্রেফতার করা হয়।
সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এম জে সোহেল। তিনি জানান,রাতে গোপন খবরের ভিত্তিতে র্যাব-১০ দক্ষিণ কেরাণীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় একটি মাস থামানো হয়। যানটি থামানোর সঙ্গে সঙ্গে দুইজন দৌড়ে পালানোর চেষ্টা করলে র্যাব একজনকে আটক করে। অন্যজন কৌশলে পালিয়ে যান। আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বাসটির পেছনে দুটি প্লাস্টিকের বস্তার ভেতর থেকে ৩০৩ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ সময় বাসটি জব্দ করা হয়।
এম জে সোহেল আরও জানান,গ্রেফতার আশরাফুল পেশাদার মাদক চোরাকারবারি। তিনি বেশ কিছুদিন ধরে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেনসিডিলসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে কেরাণীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
ডিআই/এসকে