
মোঃ কুয়েল ইসলাম সিহাত, বোদা (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের বোদায় পুকুরের পানিতে ডুবে মারিয়া (৪) বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শনিবার (৬ জুলাই) বিকেলে বোদা উপজেলার মাড়েয়া বামন হাট ইউনিয়নের পাকাপাড়া গ্রামে। সে ঐ গ্রামের মোতাহার হোসেনের কন্যা।স্থানীয়ও পারিবারিক সূত্রে জানা গেছে, নিহত শিশুটি খেলতে খেলতে সবার অগোচরে বাড়ির পার্শ্বে পুকুরের পানিতে পড়ে যায়।বাড়ির লোকজনের অনেক খোঁজাখুজির পর এক পর্যায়ে তার মৃত দেহটি পুকুরে পাওয়া যায়।
এ ব্যাপারে মাড়েয়া বামন হাট ইউ’পি চেয়ারম্যান আবু আনছার মো. রেজাউল করিম শামীম এক শিশু কন্যার পুকুরের পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।