
শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে মঙ্গল আরতি, দর্শন আরতি ও গুরু পূজা, শ্রীমম্ভাগবত পাঠ, বিশ্বশান্তি ও মঙ্গল কামনা এবং বিদগ্ধজনের আলোচনা শেষে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা পটুয়াখালীতে অনুষ্ঠিত হয়েছে।
জানা গেছে, ৭ জুলাই রবিবার বিকাল ৪ টায় পটুয়াখালী পৌর শহরের শ্রী শ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন মো. নূর কুতুবুল আলম,জেলা প্রশাসক, পটুয়াখালী। এ শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় ইসকনের শ্রীশ্রী রাধামাধব মন্দির প্রাঙ্গনে এসে শেষ হয়।
এর আগে মন্দিরের হল রুমে ইসকন’র সভাপতি অধ্যক্ষ শ্রীপাদ দুর্লভ প্রেম দাস ব্রক্ষ্মচারীর সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।এ সভায়ও প্রধান অতিথি হিসেবে আলোচনা করেন পটুয়াখালী জেলা প্রশাসক।উক্ত সময় সাবেক কাউন্সিলর এ্যাড. কাজল বরন দাস’র সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন,পটুয়াখালী ইসকনের সাধারন সম্পাদক নিত্যসেবা পরিচালক আহ্লাদ গোবিন্দ দাস ব্রক্ষ্মচারী। এসময় সভায় অন্যান্যদের মধ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন,পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ,
পটুয়াখালী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও পুরুষ ভাইস চেয়ারম্যান মো. হাসান শিকদার এবং মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার শিমুল।এছাড়াও এসময় শুভেচ্ছা বক্তব্য রাখেন এ্যাড. কমল দত্ত, এ্যাড. কালাচান সাহা, এ্যাড. সঞ্জয় কুমার খাসকেল, উত্তম কুমার দাস, ডাঃ জগন্নাথ পাল, গোপাল কর্মকার, সমীর কর্মকার, গৌরী মালাকার, শুক্লা রানী প্রমুখ।
এছাড়াও বিকালে একই ভাবে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব উপলক্ষে পুরানবাজার আখড়াবাড়ী শ্রীশ্রী মদন মোহন জিউর মন্দিরের আয়োজনে এক বিশাল বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় পুরানবাজার মদন মোহন জিউর মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয় শোভাযাত্রা।