
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোন্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট অনুর্ধ্ব-১৭ উপজেলা পযার্য়ে ফাইনাল খেলায় চাম্পিয়ান হয়েছে বোদা পৌরসভা। শুক্রবার (৫ জুলাই) বিকেলে বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ মাঠে ঝলই শালশিরী ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে বোদা পৌরসভা চাম্পিয়ন হয়। খেলা শেষে চাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়ারদের মাঝে ট্রফি প্রদান করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির চাম্পিয়ন ও রানার্স আপ খেলোয়ারদের মাঝে পুরুষ্কার প্রদান করেন। এ সময় বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মো. জামিউল হক, বোদা পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক রবিউল আলম সাবুল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মনিরুজ্জামান তানু সহ উপজেলার সাবেক খেলোয়ারবৃন্দরা উপস্থিত ছিলেন।