পঞ্চগড়ের বোদায় কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের আয়োজনে শনিবার (৬ জুলাই) দুপুরে বোদা উপজেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী কৃষি মেলার উদ্বোধন করেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি। উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার মো. শাহরিয়ার নজির এর সভাপতিত্বে কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন এমপি।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আলম টবি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদুজ্জামান সুজা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার আহম্মেদ রাশেদ উদ-নবী।
এ সময় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, কৃষি অফিসের সকল পর্যায়ের কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।