ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
পিবিআইয়ের তিন পুলিশ সুপারকে রদবদল
পটুয়াখালীতে সড়ক দূর্ঘটনায় আনসার কমান্ডার নিহত
পাঁচবিবিতে আওলাই ইউনিয়ন জামায়াতের ঈদ পূনর্মিলনী অনুষ্ঠিত
আত্রাইয়ের কচুয়া মধ্যপাড়া ইসলামীক সম্মেলন
মিরসরাইয়ে পাঁচ বছরেও উদঘাটন হয়নি গৃহবধূ মুন্নী হ*ত্যার রহস্য , ক্ষুদ্ধ ভুক্তভোগী পরিবার
প্রয়োজনীয় সংস্কার করে যথা সম্ভব দ্রুত নির্বাচন দিতে হবে :অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ

কামারগাঁ ইউপি নির্বাচনে মাসুদ করিমের উপরেই আস্থা ইউপি বাসীর

রাজশাহীর তানোর উপজেলার আসন্ন কামারগাঁ ইউনিয়ন পরিষদ (ইউপির) উপনির্বাচনে তরুন উদীয়মান বিশিষ্ট সমাজ সেবক আওয়ামী লীগ নেতা মাসুদ করিমের উপর আস্থা রাখতে চান ইউপি বাসীর আপামর জনতা। মাসুদ করিমের বাড়ি বারোঘরিয়া গ্রামে। সে মৃত পিয়ার উদ্দিনের পুত্র। সে নির্বাচিত হতে পারলে প্রয়াত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের রেখে যাওয়া অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন বলেও দৃঢ় প্রত্যায় ব্যক্ত করেন।

জানা গেছে, বিগত ২০২১ সালে কামারগাঁ ইউনিয়ন পরিষদ ইউপির নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মত চেয়ারম্যান নির্বাচিত হন ফজলে রাব্বি ফরহাদ । ফরাদ চলতি বছরের ৩০ এপ্রিল মারা যান। গত জুন মাসের শেষ দিকে ইউনিয়ন পরিষদ (ইউপির) উপনির্বাচনের তফসিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তফসিল অনুযায়ী গত ৪ জুন বৃহস্পতিবার মনোনয়ন ফরম জমা দেয়ার শেষ দিন ছিল এবং যাচাই বাছাই হয় গত ৫ জুলাই শুক্রবার। আগামী ১০ জুলাই প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন ও ১১ জুলাই প্রতীক বরাদ্দ এবং ২৭ জুলাই ইভিএমে ভোট গ্রহণ হবে।

তরুণ উদীয়মান মাসুদ করিম সহ সাবেক চেয়ারম্যান মোসলেম আলী প্রামানিক ও সাবেক ইউপি আওয়ামী লীগের সম্পাদক সুফি কামাল মিন্টুর মনোনয়ন ফরম বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা । এতিন প্রার্থীই যাচাই বাছাইয়ে বৈধ হন। তবে প্রতীক বরাদ্দের আগে গণসংযোগ সহ প্রচার প্রচারনা করা যাবে না। এজন্য প্রার্থীরাও প্রচার প্রচারনায় তেমন ভাবে নেই। বিভিন্ন মোড় ও বাজারে সৌজন্য সাক্ষাৎ করছেন ভোটারদের সাথে।

ভোটারদের ভাষ্য, মোসলেম আলী প্রামানিক বিগত ২০১১ ও ২০১৬ সালে আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি নৌকার বিরুদ্ধে বিগত ২০২১ সালে মোটরসাইকেল প্রতীক নিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে ভোট করে পরাজিত হয়েছিলেন। তিনি উপনির্বাচনে পুনরায় ভোট করবেন।

এদিকে মাসুদ করিম উপনির্বাচনে ভোট করার জন্য দীর্ঘ কয়েক মাস ধরে বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান দিয়ে আসছেন। শুধু তাই না ইউপির গ্রামে পাড়া মহল্লায় যে কোন সমস্যা হলে ছুটে যাচ্ছেন মাসুদ করিম। দলীয় বিভিন্ন সভায় যোগদান করতেও দেখা গেছে তাকে। ভোটারদের অনেকটাই মন জয় করতে সক্ষম হয়েছেন এই তরুন প্রার্থী। ইউপির ভোটার মুনতাজসহ বেশ কিছু প্রবীন নবীন ভোটারেরা জানান, মাসুদ করিম প্রথম বারের মত ভোটের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করছেন। সে দীর্ঘ দিন ধরে বিভিন্ন সামাজিক কার্যক্রম করে আসছেন। সবচেয়ে বড় ব্যাপার মাসুদ করিম ভোটারদের বলছেন প্রয়াত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের অসম্পূর্ণ কাজগুলো তিনি করবেন। ভোটে জয় পরাজয় থাকবে। কিন্তু অন্য প্রার্থীরা প্রয়াত চেয়ারম্যানের কোন নাম পর্যন্ত নিচ্ছে না। অথচ মাসুদ করিম সাব বলছেন ভোটে জয় হয় বা না হয় যতদিন সুস্থ আছি প্রয়াত চেয়ারম্যানের নামেই সামাজিক উন্নয়ন মুলুক কাজগুলো করে যাব। সুতরাং সে তো প্রয়াত চেয়ারম্যানের নাম নিচ্ছে। অন্যরা তো সে কথা ভুল করেও বলছেনা।

মাসুদ করিম জানান, যেহেতু স্থানীয় নির্বাচন উন্মুক্ত করা হয়েছে। এখানে দলীয় ভাবে কোন সমর্থন বা দলীয় প্রতীক নেয়। এজন্য নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহণ করেছি। হার জিত থাকবেই। আমি একটাই কারনে নির্বাচন করছি যদি ইউপিবাসী আমাকে নির্বাচিত করেন তাহলে প্রয়াত চেয়ারম্যান ফজলে রাব্বি ফরহাদের অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করব এবং জনগণের কাছে তার দেয়া কথাগুলো বাস্তবায়ন করায় আমার মুল লক্ষ্য। আমি ইউপি বাসীকে বলতে চায় আগামীর স্মার্ট ইউনিয়ন পরিষদ গঠনের জন্য তরুনদের বিকল্প নেই।

শেয়ার করুনঃ