
পটুয়াখালীর কুয়াকাটায় খাবার হোটেলের ময়লা আবর্জনা, বর্জ্য সমুদ্র ফেলা এবং পর্যটকদের অস্বাস্থ্যকর খাবার পরিবেশ করায় দুই হোটেলকে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (৫ জুলাই) বিকেল ৫টায় অভিযান চালিয়ে কুয়াকাটা সৈকত লাগোয়া বৈশাখী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজকে ১ লক্ষ ৫০ হাজার এবং গাজী রেস্তোরাঁ এন্ড বিরিয়ানি হাউজকে ১ লক্ষ ৫০ হাজার জরিমানা আদায় করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ।এসময় থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।জানা যায়, হোটেলগুলোর বর্জ্য ও পরিত্যক্ত ময়লাগুলো বিভিন্ন সময় কুয়াকাটা সৈকতের জিরো পয়েন্ট এলাকা থেকে সাগরে ফালানো হতো এবং উভয় হোটেলগুলো যে খাবার পরিবেশ করে রেখেছে তা ছিল অস্বাস্থ্যকর এ নিয়ে অসংখ্য পর্যটক এবং স্থানীয়দের ব্যাপক অভিযোগ ছিল।
নির্বাহী ম্যাজিষ্ট্রেড ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কৌশিক আহমেদ জানান,কুয়াকাটায় পর্যটকরা আসছে সেই সুযোগে অনেক প্রতারণা করছেন তারা তাই পর্যটকদের নিরাপদ খাবার পরিবেশনে আমাদের এই অভিযান। সমুদ্রে ময়লা ফালানো এবং স্বাস্থ্যকর পরিবেশ না থাকায় তাদেরকে এই জরিমানা করা হয়েছে। এবং তাদেরকে আগামী ৭দিন সময় দেয়া হয়েছে এরমধ্যে পরিবেশসম্মত খাবারের মান ঠিক না করা হলে তাদেরকে একেবারে বন্ধ করে দেয়া হবে।