
দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার টাটকপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় হোসেন আলী (৭০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শনিবার (৬ জুলাই) সকালে বিরামপুর উপজেলার টাটকপুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় পিকআপ ভ্যানের চাপায় এঘটনা ঘটে।
নিহত হোসেন আলী (৭০) বিরামপুর উপজেলার টাটকপুর গ্রামের মৃত: ইছাহাক আলীর ছেলে।
জানা যায়, দিনাজপুর-গোবিন্দগঞ্জ মহাসড়কের বিরামপুর উপজেলার টাটকপুর মোড়ে শনিবার (৬ জুলাই) সকালে হোসেন আলী (৭০) রাস্তা পার হচ্ছিলেন। এসময় একটি অজ্ঞাত পিকআপ ভ্যান তাকে চাপা দেয়। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত: ঘোষণা করেন।
বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুব্রত কুমার সরকার জানান, এঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আত্মীয়-স্বজন ও পরিবারের কোনো আপত্তি না থাকায় মরদেহ পরিবারেরর নিকট হস্তান্তর করা হয়েছে।