
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) পদে আরও এক বছরের জন্য নিয়োগ পাওয়ায় চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান। এসময় ঢাকা মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শুক্রবার (৫ জুলাই) রাতে মিন্টো রোডের বাসভবনে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এদিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে বাংলাদেশ পুলিশের পুলিশ মহাপরিদর্শক পদে চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পুনরায় এক বছরের মেয়াদ বাড়ানো হয়।
চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ২০২২ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। গত বছরের ৯ জানুয়ারি এক প্রজ্ঞাপনে দেড় বছরের জন্য পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) পদে চুক্তিভিত্তিক নিয়োগ পান তিনি। যার মেয়াদ শেষ হচ্ছে আগামী ১১ জুলাই।
ডিআই/এসকে