
কুড়িগ্রামের উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ফকিরের চর ও ঝুমকার চরে বন্যা কবলিত এলাকা পরিদর্শন করে বানভাসি মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন বিভাগীয় কমিশনার মোঃ জাকির হোসেন।
শুক্রবার (০৫ জুলাই) দুপুরে বন্যা ও ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে বানভাসি ১শত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, পুলিশ সুপার আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, রংপুর বিভাগের পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী মো: মাহবুবর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: আহসান হাবীব, কুড়িগ্রামের নির্বাহী প্রকৌশলী মো: রাকিবুল হাসান, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আতাউর রহমান, উলিপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ সাজাদুর রহমান তালুকদার সাজু ও উলিপুর থানার অফিসার ইনচার্জ মোঃ গোলাম মর্তুজাসহ আরো অনেকে।