প্রধানমন্ত্রীর ভারত সফরে দেশ বিরোধী সকল চুক্তি বাতিল ও দুর্নীতিবাজদের গ্রেফতারের দাবীতে পটুয়াখালীতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করা হয়েছে । জানা গেছে,
৫ জুলাই শুক্রবার সকাল ১০টায় এ দাবীতে
ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার উদ্যোগে স্থানীয় লঞ্চঘাট চত্ত্বর থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে নিউ মার্কেট এলাকায় গিয়ে শেষ হয়।
মিছিল পূর্ব লঞ্চঘাট চত্ত্বরে সমাবেশে অনুষ্ঠিত হয়।এসমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি আলহাজ্ব মুফতি মো. হাবিবুর রহমান সভাপতিত্বে করেন। উক্ত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র সেক্রেটারী মাও. মু. নজরুল ইসলাম'র সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, পটুয়াখালী জেলা শাখার সিনিয়র সহ- সভাপতি আলহাজ্ব মাওঃ কাজী গোলাম সরোয়ার, সহ- সভাপতি হাওলাদার মো. সেলিম মিয়া, সাবেক সেক্রেটারী মাওলানা আর আইএম অহিদুজ্জামান,পটুয়াখালী সদর উপজেলা শাখার সেক্রেটারী মাস্টার মো. সিদ্দিকুর রহমান, ইশা শ্রমিক আন্দোলনের সভাপতি মো. জসিম উদ্দিন জাফর, জাতীয় শিক্ষক ফোরামের সভাপতি মাওঃ আনসার উদ্দিন আনসারী, ইশা যুব আন্দোলনের সভাপতি মো. জাহিদ হোসেন লিটন, ওলামা মাশায়েখ পরিষদের সাধারন সম্পাদক হাফেজ মো. ফেরদাউস খান, ইশা ছাত্র আন্দোলনের সভাপতি মু. রফিকুল ইসলাম প্রমুখ। এ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ'র পটুয়াখালী জেলার বিভিন্ন স্তরের শত শত নেতা কর্মী অংশগ্রহন করেন।