পটুয়াখালী পৌর শহরের সেজুতি গোল্ড প্লেট হাউজে হামলা, ভাংচুর ও মারধর করার অভিযোগ পাওয়া গেছে। ।এ ঘটনাটি ঘটেছে এ পৌর শহরের একেএম কলেজ রোড এলাকায়। এ ঘটনার সাথে জড়িত অমল দাস(৪০), অনিল দাস(৪২) ও শুভ দাস(২০) কে চিহ্নত করে পটুয়াখালী সদর থানায় লিখিত অভিযোগ করেছেন উক্ত স্বর্নের দোকানের স্বত্ত্বাধিকারী সজল কর্মকার।
উক্ত অভিযোগ সূত্রে জানাগেছে, গতকাল বৃহষ্পতিবার সন্ধ্যা আনুমানিক ৬ টার সময় পূর্ব বিরোধের জের ধরে উপরে উল্লেখিত অভিযুক্তরা সেজুতি গোল্ড প্লেট হাউজে প্রবেশ করে চাঁদা দাবী করে। এ চাঁদা দিতে অস্বীকার করায় দোকানে থাকা শিপলু কর্মকারকে (সজল কর্মকারের শ্যালক) ও শিপলুর সাথে থাকা খোকনকে মারধর করে এবং ভাংচুর করে। এ সময় আশপাশের দোকানের লোকজন ও পথচারীরা ডাকচিৎকার শুনে ঘটনাস্থলে আসলে অভিযুক্তরা হুমকি ধামকি ও ভয়ভীতি দেখায়ে বীর দর্পে চলে যায়।
অভিযোগের ভিত্তিতে তদন্ত কর্মকর্তা পটুয়াখালী সদর থানার এসআই আলআমিন ও এসআই দ্বীপায়ন ঘটনাস্থল পরিদর্শন করেন বলে জানান সাংবাদিকদের এসআই আল আমিন। স্বর্নব্যবসায়ী দোকানে এ সন্ত্রাসী হামলা, মারধর ও ভাংচুরের ঘটনায় উক্ত এলাকার স্বর্নব্যবসায়ীদের মাঝে আতঙ্ক বিরাজ করছে বলে স্থানীয়রা সাংবাদিকদের জানায়।