রাজধানীর হাজারীবাগ থেকে ওয়ারেন্টভুক্ত পলাতক শীর্ষ সন্ত্রাসী লিটনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
প্রায় ১০ বছর আগের একটি অস্ত্র মামলায় সম্প্রতি গ্রেফতারি পরোয়ানা জারি হলে তাকে গ্রেফতার করা হয়।
শুক্রবার (৫ জুলাই ) বিকালে বিষয়টি নিশ্চিত করেছেন লালবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মো.ইমরান হোসেন মোল্লা।
তিনি বলেন,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার ( ৪ জুলাই ) রাতে হাজারীবাগ থানার বারইখালি এলাকা থেকে লিটনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত লিটন ওরফে লিটন মিয়া ওরফে কিলার লিটন কামরাঙ্গীরচর ও হাজারীবাগ এলাকার এক সময়ের শীর্ষ সন্ত্রাসী ছিল। তার বিরুদ্ধে হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ১২টি মামলা রয়েছে।
ডিআই/এসকে