প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৭, ২০২৫, ৫:৪৫ এ.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৩, ১১:৪৫ পূর্বাহ্ণ
পুলিশ সদস্যকে হত্যার বিচারের দাবিতে মোরেলগঞ্জে প্রতিবাদসভা-মানববন্ধন

বিএনপি-জামায়াতের সন্ত্রাসী কর্তৃক বীর মুক্তিযোদ্ধার সন্তান পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে নির্মমভাবে পিটিয়ে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে প্রতিবাদ সভা ও মানববন্ধন করেছে মোরেলগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সন্তানেরা।
রবিবার বেলা ১১ টায় উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের বিজয় স্তম্ভ চত্বরে মুক্তিযোদ্ধা সংসদ ও মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের মোরেলগঞ্জ শাখার আয়োজনে প্রতিবাদ সভায় যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. লিয়াকত আলী খান এর সভাপতিত্বে মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক মো. আরিফুল ইসলামের সঞ্চালনায় আলোচনা করেন বাগেরহাট জেলা মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি মো. মাসুম হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার তৈয়েবুর রহমান সেলিম, বীর মুক্তিযোদ্ধা এবি ছিদ্দিক, বীর মুক্তিযোদ্ধা আশ্রাব আলী শেখ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ ও সন্তান কমান্ডের সহ-সভাপতি রনি, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নেতা আব্দুল হালিম হাওলাদার,মামুনুর রহমান, সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় আলোচকেরা বলেন,দেশ বিরোধী অপশক্তির বিরুদ্ধে মুক্তিযোদ্ধা সন্তানদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.