
যশোরের শার্শার কায়বা বাগুড়ে মুড়ির মিল নামক স্থানে শুক্রবার সকাল ৯ টায় সময় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে একজন নিহত।
নিহত পশু ডাক্তার আলমঙ্গীর হোসেন কেসমত ইলিশপুর গ্রামের কলারোয়া থানার, সাতক্ষীরা জেলার মৃত আব্দুর রশিদের ছেলে।
জানা গেছে, নিহত আলমগীর হোসেন একজন পশু ডাক্তার প্রতিদিনের ন্যায় শুক্রবার সকালে একটি পশু চিকিৎসার জন্য বাগআঁচড়া সাতমাইল এলাকায় যায়। পশুর চিকিৎসা দিয়ে ফিরার পথে কায়বা বাগুরী মুড়ির মিল এলাকা স্থানে পৌঁছেলে খুলনা মেট্রো জ(১১-০১৫৫) যশোর গামী সাতক্ষীরা থেকে আশা একটি বিপথগামী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পশু ডাক্তার আলমগীর হোসেনের মোটর সাইকেলে সজোরে ধাক্কা দেয় পরে ঘটনাস্থলে তিনি মারা যান।
নাভারণ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস,আই জয়ন্ত কুমার জানান, বাসটি জব্দ করা হয়েছে, দুর্ঘটনা কবলিত বাসের চালক পালিয়ে গেছে তাকে আটকের চেষ্টা চলছে। তিনি আরো জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরাদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।