ঢাকা, শনিবার, ৫ই এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ
সর্বশেষ
কালিগঞ্জের বিষ্ণুপুরে কৃষকদলের উদ্যোগে ঈদ পুনর্মিলন ও সাংস্কৃতি সন্ধ্যা 
নওগাঁয় মাটিবাহি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে মাদ্রাসা পড়ুয়া শিশুর মৃত্যু
ভূরুঙ্গামারী ফাযিল মাদ্রাসার প্রাক্তন ছাত্রদের ঈদ পূর্ণমিলনী
কুয়াকাটা সৈকত দখল করে ঝুকিপূর্ণ মার্কেট নির্মানের অভিযোগ
কুড়িগ্রামে ২৪ পরবর্তী নতুন বাংলাদেশে কেমন কুড়িগ্রাম দেখতে চাই শীর্ষক মতবিনিময় সভা
বোদায় ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু
সরাইলে অভিযানে ৩ হত্যা মামলার আসামীসহ গ্রেফতার ৯
বাগমারায় চুরিকাঘাতে যুবকের মৃত্যু:ঘাতকে পিটিয়ে হত্যা করলো উত্তেজিত জনতা
নড়াইলে বিএনপি নেতা সান্টুর উপর ককটেল হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
লাখো পর্যটকের সমাগম কুয়াকাটা সমুদ্র সৈকতে। শতভাগ হোটেল মোটেল বুকিং
আমতলীতে কুপিয়ে স্ত্রীর হাত কর্তন করলেন নেশাগ্রস্থ স্বামী
হোমনায় যুবকের ক্ষত বিক্ষত লাশ উদ্ধার
এসএসসি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানাল শিক্ষা বোর্ড
শেখ হাসিনাকে ফিরিয়ে আনা প্রসঙ্গে মোদির সঙ্গে কথা বললেন ড. ইউনূস
প্রথম ধাপে ১ লাখ ৮০ হাজার রোহিঙ্গাকে ফেরত নেবে মিয়ানমার

রাজাপুরে চেয়ারম্যানের বাড়ির সামনে বাগানে থেকে যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া ইউপি চেয়ারম্যান চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপুর বাড়ির সামনে একটি কলাবাগান থেকে এক যুবকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৫ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার সাতুরিয়া ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যান বাড়ি সংলগ্ন সাতুরিয়া কমিউনিটি ক্লিনিক এলাকার রাস্তার পাশের একটি কলাবাগান থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। যুবকের শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর আনুমানিক বয়স ৩৫ থেকে ৪০ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আতাউর রহমান।

পুলিশ জানায়, সকালে বশির নামের একজন ব্যক্তি ওই যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে বিষয়টি স্থানীয় চেয়ারম্যানকে জানালে তিনি পুলিশকে খবর দেন। খবর পেয়ে বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহের সুরতহাল শেষে থানায় নেওয়া হয়। ওই ব্যক্তির শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, ওই ব্যক্তিকে কুপিয়ে হত্যা করে মরদেহ ওই বাগানে ফেলে দেওয়া হয়। এ ছাড়াও মরদেহের পাশ থেকে একটি ছুরি পাওয়া গেছে। এখনও তাঁর পরিচয় পাওয়া যায়নি বলে জানিয়েছে পুলিশ।

সাতুরিয়া ইউনিয়নের (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মাইনুল হায়দার নিপু বলেন, মরদেহ দেখে থানায় খবর দেওয়া হয় এবং প্রত্যেকটি ওয়ার্ডের চৌকিদার দিয়ে খবর নিয়েছি। কিন্তু পরিচয় শনাক্ত করতে পারিনি। সীমান্তবর্তী কাউখালি উপজেলার লোকজন মরদেহ দেখেছে, তারাও এ ব্যক্তির পরিচয় নিশ্চিত করতে পারেননি।

রাজাপুর থানার ওসি মু. আতাউর রহমান বলেন, লাশটির পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। আশেপাশের বিভিন্ন থানায় এ লাশটি শনাক্তের ব্যাপারে তথ্য চেয়েছি। ময়নাতদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ জানা যাবে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হবে।

শেয়ার করুনঃ