প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ৬, ২০২৫, ১২:৫৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ৭, ২০২৩, ১১:৪০ পূর্বাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া-২ উপ-নির্বাচনে জামানত হারালেন ৩ প্রার্থী

সদ্য সমাপ্ত ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপ-নির্বাচনে জামানত হারিয়েছেন তিন প্রার্থী। তারা হলেন জাতীয় পার্টির (জিএম কাদের) আব্দুল হামিদ ভাসানী (লাঙ্গল), জাকের পার্টির মোঃ জহিরুল ইসলাম জুয়েল (গোলাপফুল) ও ন্যাশনাল পিপলস্ পার্টির মোঃ রাজ্জাক হোসেন (আম)। গতকাল ৫ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে ওই তিন প্রার্থীর কেউই জামানত পাওয়ার মত ভোট পাননি। বিষয়টি নিশ্চিত করেছেন সহকারী রিটার্নিং কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দিন।
সহকারী রিটার্নিং কর্মকর্তার দফতর সূত্র জানায়, এই আসনে মোট ভোটার ৪ লাখ ১০ হাজার ৭২ জন। ৫ নভেম্বরের উপ-নির্বাচনে সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩২ টি কেন্দ্রে মোট ১ লাখ ৮ হাজার ৩৫৭ ভোট কাষ্ট হয়েছে। ৫ জন প্রার্থী ছিলেন। আইন হচ্ছে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলেই প্রার্থী জামানতের টাকা ফেরত পাবেন। এর চেয়ে কম পেলে জামানতের টাকা ফেরত পাবেন না। এখানে কাষ্টিং ভোটের আট ভাগের এক ভাগ ভোটের পরিমাণ ১৩ হাজার ৫৪৪। যা ৫ প্রার্থীর মধ্যে ৩ জনই পাননি।
নির্বাচনের ফলাফলে দেখা গেল জাকের পার্টি প্রার্থী (গোলাপফুল) পেয়েছেন ৪৬১, জাতীয় পার্টির প্রার্থী (লাঙ্গল) ৩ হাজার ১৮৬ ও ন্যাশনাল পিপলস্ পার্টির প্রার্থী (আম) পেয়েছেন ৭৩৯ ভোট। তাই তারা তিনজনের কেউই জামানত ফেরত পাচ্ছেন না। সহকারী রিটার্নিং কর্মকর্তা ও সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সরওয়ার উদ্দীন বলেন, বিধি হচ্ছে জামানত পেতে প্রার্থীকে কাষ্টিং ভোটের ৮ ভাগের এক ভাগ পরিমাণ ভোট পেতে হবে। এর কম হলে জামানতের টাকা ফেরত পাবেন না। ওই তিন প্রার্থীর কেউই জামানত ফেরত পাওয়ার মত ভোট পাননি।
Copyright © 2025 সকালের খবর ২৪. All rights reserved.