রাজশাহীর মোহনপুরে স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে । শুক্রবার বেলা এগারো'টায় (৫ জুলাই/২০২৪) শতফুল বাংলাদেশ এর উদ্যোগে জাহানাবাদ প্রধান কার্যালয় চত্বরে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।সংস্থার প্রতিষ্ঠাতা পরিকল্পনা মন্ত্রণালয়ের (সাবেক) অতিরিক্ত সচিব সফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩, পবা মোহনপুরের সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদ। বিশেষ অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আফজাল হোসেন বকুল। সভায় বক্তব্য রাখেন সংস্থার নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা, মোহনপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জোবায়দা সুলতানা প্রমুখ। অন্যান্যদেও মাঝে উপস্থিত ছিলেন মোহনপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান
বিন বিল্লাহ, মোহনপুর থানার অফিসার ইনচার্জ হরিদাস মন্ডল, সাফলা গ্রাম উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মহসীন আলী,মিস্টার রোজ মেয়র, মিসেস সেন্ডি মেয়র, জাহানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, সাবেক চেয়ারম্যান ইসলাম ্অলী সরদার, পরিচালক কার্যক্রম হুমায়ন কবীর মুক্তা, সিনিয়র সহকারী পরিচালক আবু সাঈদ, পরিচালক (স্বাস্থ্য) সুরাতন নেসা, পরিচালক (অডিট) রফিকুল ইসলাম, পরিচালক (প্রশিক্ষণ) মামুন অর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা মোজাহারুল ইসলাম সহ অন্যরা। কেক কেটে সংস্থার ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। সভায় সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী সহ দেশি-বিদেশি মেহমানরা উপস্থিত ছিলেন। সংস্থাটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে দেশের বিভিন্ন ধরনের আর্থ-সামাজিক উন্নয়নে নিরলস ভাবে কাজ করে আসছে। অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন ইয়াসমিন আরা লিমা।