
কুড়িগ্রামের উলিপুরে বানভাসি মানুষজনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (০৪ জুলাই) দুপুরে উলিপুর উপজেলা প্রশাসন, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের মশালের চর, বতুয়াতলী , হকের চর ও সাহেব আলগা ইউনিয়নের নামাজের চরে বন্যা পরিস্থিতি পরিদর্শন করে ৩’শত বানভাসী পরিবারের মানুষ জনের মাঝে ৫ কেজি চাল , এক কেজি চিড়া ,আধা কেজি মুড়ি ,এক কেজি গুড় ,পাঁচটি খাবার স্যালাইন ও পানি বিশুদ্ধিকরনের এক পাতা ট্যাবলেট বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন,
উপজেলা নির্বাহী কর্মকর্তা আতাউর রহমান , উপজেলা পরিষদের চেয়ারম্যান সাজাদুর রহমান তালুকদার সাজু, উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মহিবুল ইসলাম,
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার , বেগমগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবলু মিয়া , সাহেবের আলগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাফফর হোসেন ও বেগমগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আক্তার হোসেনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।