
রাজশাহীর মোহনপুরে মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধা ও নাটক মঞ্চায়ন করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংস্থা শতফুল বাংলাদেশ এর ২৩ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বৃহস্পতিবার (৪ জুলাই/২০২৪) সন্ধা ছয়’টায় শতফুল বাংলাদেশ প্রধান কার্যালয় চত্বর জাহানাবাদে সংস্থার স্টাফদের সমন্বয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
শতফুল বাংলাদেশ এর নির্বাহী পরিচালক নাজিম উদ্দিন মোল্লা’র স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবী, সফল অভিভাবক, সাদা মনের মানুষ সাঈদ মন্ডল।
বিশেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাহানাবাদ ইউনিয়নের চেয়ারম্যান হযরত আলী।
অন্যন্যদের মাঝে উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক ( কার্যক্রম ) হুমায়ুন কবির মুক্তা, স্বাস্থ্য বিভাগের প্রধান সুরাতন নেসা, সিনিয়র উপ-পরিচালক আবু সাঈদ, সহকারী পরিচালক অডিট রফিকুল ইসলাম, সহকারী পরিচালক (প্রশিক্ষণ) মামুন অর রশীদ, প্রশাসনিক কর্মকর্তা মোজাহারুল ইসলাম, সিনিয়র ম্যানেজার শিউলী আক্তার (অর্থ ও হিসাব) সহ অন্যরা ।
রাত সাড়ে সাত’টায় বিশেষ নাটক ‘গাঁয়ের মেয়ে গঙ্গা’ মঞ্চায়ন করা হয়। নাটকের শ্রেষ্ঠাংশে অভিনয় করেন স্বপ্না নাসরিন, সাদ আক্কাস আলী সহ শতফুলের নাট্য কর্মীরা ।