
মোঃনাইক্ষংছড়ি থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র্যাব, জয়নাল আবেদীন টুক্কু,নাইক্ষংছড়ি,নাইক্ষংছড়ি থেকে পেশাদার দুই মাদক কারবারিকে ইয়াবাসহ আটক করেছে র্যাব। বুধবার (৩ জুলাই ) দুপুরে উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন। এসময় ৬ হাজার ১শত ৫০ পিস ইয়াবাসহ নাইক্ষ্যংছড়ি সদর ইউপির মিজানুর রহমান (২৪) পিতা মনির আহমদ ও ঈদগাঁও উপজেলার বাদিতলা গ্ৰামের মো: ইব্রাহীম (২০) পিতা মোঃ শুক্রর। এ দুই মাদক ব্যবসায়ীকে আটক করতে সক্ষম হন র্যাব।
কক্সবাজার র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী আজ ৪ জুলাই গণমাধম্যকে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, কক্সবাজার র্যাব-১৫ কর্তৃক গোপন সূত্রে অবগত হয়ে বান্দরবানে নাইক্ষংছড়ি উপজেলা সদরের স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় এ দুই মাদক ব্যবসায়ী নাইক্ষংছড়ি টু রামুগামী সড়ক দিয়ে গাড়ি নিয়ে মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে। এমন সংবাদের ভিত্তিত র্যাবের আভিযানিক দল তাদের আটক করে উপস্থিত সাক্ষীদের সম্মুখে তাদের দেহ তল্লাশী করে তাদের নিকট হতে এসব ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তিরা জানায়, উক্ত ইয়াবা নাইক্ষংছড়ি সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে টেকনাফ ও কক্সবাজার শহরের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।তিনি আরো জানান,উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নাইক্ষ্যংছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে।