
চট্রগ্রামে ৩ হাজার ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গোয়েন্দা ডিএসি। গ্রেফতারকৃতের নাম মো.সমসুল আলম (৩৬) পিতা নুরুল ইসলাম।
বৃহস্পতিবার ( ৪ জুলাই ) সকালে সিএমপির বাকলিয়া থানাধীন শাহ আমানত এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় গোয়েন্দার সহকারী পরিচালক রাশেদুজ্জামান।
গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে সিএমপি বাকলিয়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
ডিআই/এসকে