
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালকের দায়িত্বে আসছেন লে.কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী। তিনি বর্তমান পরিচালক লে.কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানের স্থলাভিষিক্ত হবেন।
বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে,সেনাবাহিনীর লে.কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরীকে আইএসপিআরের পরিচালক করা হলো। এই সেনা কর্মকর্তার চাকরি প্রেষণে প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হলো।
এর আগে ২৩ জুন এক প্রজ্ঞাপনে বর্তমান আইএসপিআর পরিচালক লে.কর্নেল আবু হায়দার মোহাম্মদ রাসেলুজ্জামানকে বদলি করা হয়। তিনি ২০২২ সালের ১৯ সেপ্টেম্বর সংস্থাটির পরিচালক হন।
ডিআই/এসকে